প্রবাসে সময় রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির আয়োজনে নবীন-বরণ
১৩-০২-২০২০, ১৫:৫৯
আন্তর্জাতিক সময় ডেস্ক

ইতালির রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির আয়োজনে নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রোমের একটি হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবু আহমেদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গনির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি’র সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতাল বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা তাফসিরুল আলম, ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম,বাংলাদেশ সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন সহ আরো অনেকে।
বক্তারা বলেন, অল্প কয়েক বছরের মধ্যে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি সমগ্র ইতালিতে একটি আদর্শ ব্যবসায়ী সংগঠন হিসেবে খ্যাতি অর্জন করেছে। কোন সদস্য আর্থিক সমস্যায় পড়লে লোন দিয়ে তাকে সহায়তা করা হয়।