প্রবাসে সময় কাতারে রহস্যজনকভাবে প্রবাসীর মৃত্যু
১৩-০২-২০২০, ০৯:৫৭
আন্তর্জাতিক সময় ডেস্ক

কাতারে রহস্যজনকভাবে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জুবায়ের আহমেদ সুরেদ (৩০) নামে ওই প্রবাসী কাতার আল রায়হান এরিয়ায় নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান।
জানা গেছে, জুবায়ের আহমেদ সুরেদের বাড়ি মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহিদের সন্তান। তিনি ৯ বছর আগে কাতারে আসেন। কাতারের আল রায়হান এলাকায় এক স্থানীয় নাগরিকের বাসায় গাড়ির চালক হিসেবে কাজ করতেন জুবায়ের আহমেদ।
এদিকে কাতার পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় দোহা হামাদ হাসপাতালে নিয়ে আসে, ময়নাতদন্তের শেষ করে মরদেহ হাসপাতালে হিমঘরে রাখা হবে।
এদিকে তার মৃত্যু সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাতার বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
কাতার প্রবাসী তাজুল ইসলাম তাজ জানান, মৃত জুবায়ের আহমেদ সুরেদ এক বছর আগে বিয়ে করে দেশ থেকে ছুটি কাটিয়ে আসছেন, চলতি মাসের (৪ ফেব্রুয়ারি) এক নবজাতক কন্যা সন্তানের বাবা হয়েছেন, নিজের সন্তানের মুখ দেখে যেতে পারলেন না।