প্রবাসে সময় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সৌদি আরবের রিয়াদে প্রতিবাদ সভা
১৩-০২-২০২০, ০১:৩৪
আন্তর্জাতিক সময় ডেস্ক
পুরাণ ঢাকার নয়াবাজারে বন্ড চোরাচালানের বিরুদ্ধে অভিযানের সংবাদ সংগ্রহকালে বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টিং টিমের ওপর হামলার প্রতিবাদে সৌদি আরবের রিয়াদে এক প্রতিবাদ সভা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের আয়োজনে রিয়াদে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এটিএন বাংলা ও আরটিভির সৌদি আরব ব্যুরো প্রধান মোহাম্মদ আবুল বশির।
এসময় সভায় অংশগ্রহণকারীরা ওই হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসাফ এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, দপ্তর সম্পাদক সময় টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানসহ আরও অনেকে।