সিটি নির্বাচন দক্ষিণে ৩১ নম্বর ওয়ার্ডের ফলাফল স্থগিত
০৩-০২-২০২০, ১৬:৩৫
মহানগর সময় ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১নং ওয়ার্ডের নির্বাচনী ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (০২ ফেব্রুয়ারি) দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এ সংক্রান্ত গণ-বিজ্ঞপ্তি জারি করে ফল স্থগিতের ঘোষণা দেন।
বিজ্ঞপ্তি বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪২ (১) অনুসারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ৩১ নম্বরের নির্বাচনী ফলাফল ঘোষণা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’
এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীরা হলেন জুবায়েদ আদেল, হাজী এ এম কাইয়ুম, শেখ মোহাম্মদ আলমগীর ও ইরোজ আহমেদ। এর আগে ফলাফল ঘোষণায় জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করা হয়। শনিবার ঢাকার দক্ষিণ সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।