বাংলার সময় দেশে ফিরল বায়েজিদ, তবে...
০২-০২-২০২০, ১৯:১৫
জাহাঙ্গীর আলম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী বায়েজিদকে তার গ্রামের বাড়ি জামালপুরে দাফন করা হয়েছে। সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, বায়েজিদের মরদেহ বাড়ি পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
৫ মাসের ছুটি শেষে গত ২০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় যান জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামের বায়েজিদ। এক বছরের মধ্যে নিজের ব্যবসা-প্রতিষ্ঠান বিক্রি করে স্থায়ীভাবে দেশে ফেরার কথা ছিলো তার। তবে ফিরেছেন লাশ হয়ে।
শনিবার রাতে বায়েজিদের লাশবাহী গাড়ি বাড়ি পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। চার বছরের সন্তানের ভবিষ্যত নিয়ে দিশেহারা বায়েজিদের স্ত্রী।
স্বজনরা জানান, পারিবারিক স্বচ্ছলতার আশায় ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা যান বায়েজিদ। ২০১৫ সালে সেখানে স্থানীয় সন্ত্রাসীদের হাতে অপহৃত হন তিনি। পরে ১৫ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে সে যাত্রায় বেঁচে ফেরেন বায়েজিদ। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না তার। ২৯ জানুয়ারি রাতে পচেফস্ট্রুমে নিজের দোকান বন্ধের ঠিক আগ মুহূর্তে সন্ত্রাসীদের গুলিতে মারা যান তিনি।
রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় তারতাপাড়া কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বায়েজিদের মরদেহ দাফন করা হয়।