সিটি নির্বাচন ঢাকা দক্ষিণে ১০৭৫ কেন্দ্রের ফল প্রকাশ
০১-০২-২০২০, ২২:৪৫
মহানগর সময় ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে বিপুল ভোটের ব্যবধানে জয়ের পথে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১৫০টি কেন্দ্রের মধ্যে ১০৭৫টি কেন্দ্রের ফলাফল এসেছে সময় সংবাদের কাছে।
দক্ষিণ সিটি করপোরেশনে ১০৭৫টি কেন্দ্রের ফলাফল দেখা গেছে, নৌকা প্রতীকে ব্যারিস্টার ফজলে নূর তাপস পেয়েছেন ৩,৯৯,৬৯৫ ভোট এবং ধানের শীষের ইশরাক হোসেন পেয়েছেন ২,১৯,০২৭ ভোট। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মোট ভোটারের সংখ্যা ২৪,৫৩,১৯৪ জন।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় একযোগে সব কেন্দ্রে ভোট শেষ হওয়ার পর ডিজিটাল পদ্ধতিতে চলছে ভোট গণনার প্রক্রিয়া।
সবশেষে, ঘোষণা হবে ভোটের আনুষ্ঠানিক ফল।