সিটি নির্বাচন উত্তরের ৯৬, দক্ষিণের ১৪১ কেন্দ্রের ফল প্রকাশ
০১-০২-২০২০, ১৮:৫৯
সময় সংবাদ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপস।
উত্তর সিটি করপোরেশনে ৯৬টি কেন্দ্রের ফলাফল সময় সংবাদের হাতে এসেছে। এতে দেখা গেছে, নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ৩৩১০২ ভোট এবং ধানের শীষের তাবিথ আউয়াল পেয়েছেন ২১৮৪৬ ভোট।
অপরদিকে দক্ষিণেও এগিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ সিটি করপোরেশনে ১৪১ টি কেন্দ্রের ফলাফল সময় সংবাদের হাতে এসেছে। এতে দেখা গেছে, নৌকা প্রতীকে ব্যারিস্টার ফজলে নূর তাপস পেয়েছেন ৫৫২২৪ ভোট এবং ধানের শীষের ইশরাক হোসেন পেয়েছেন ২৯৪৬৯ ভোট।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় একযোগে সব কেন্দ্রে ভোট শেষ হওয়ার পর ডিজিটাল পদ্ধতিতে চলছে ভোট গণনার প্রক্রিয়া। প্রত্যেক কেন্দ্রের ইভিএম-এর ফল সংগ্রহ করে এজেন্টদের সই নিয়ে ট্যাবের মাধ্যমে অনলাইনে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হচ্ছে।
সবশেষে, ঘোষণা হবে ভোটের আনুষ্ঠানিক ফল।