সিটি নির্বাচন ফাঁকা রাস্তার সুযোগ নিল শিশুরা
০১-০২-২০২০, ১৮:৩৭
মহানগর সময় ডেস্ক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে সকাল থেকেই সরগম ছিল রাজধানী। তবে ছুটি থাকায় সারাদিনে রাস্তায় যানবাহন দেখা গেছে খুব কমই। আর এই সুযোগই কাজে লাগিয়েছে শিশুরা।
শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল থেকে তুলনামূলকভাবে ঢাকা ছিল ফাঁকা। এ সুযোগেই ফাঁকা রাস্তায় নেমে পড়েছে শিশু-কিশোররা। কারো হাতে ব্যাট বল আবার কারো কাছে ফুটবল।
হাতিরঝিলের রাস্তায়, রামপুরা ফ্লাইওভার, আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনের রাস্তায় ফুটবল-ক্রিকেট খেলে সময় পার করতে দেখা গেছে শিশু কিশোরদের। ফাঁকা সড়ক পেয়ে উচ্ছ্বসিত তারা। অন্যদিনগুলোতে এ সড়ক থাকে অত্যন্ত ব্যস্ত। দিন রাত সড়কে প্রাইভেটকার, মোটরসাইকেল, রিকশা চলাচল করে।
এদিকে, দুই সিটির নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা।