সিটি নির্বাচন দক্ষিণের ১২৫ কেন্দ্রের ফল প্রকাশ
০১-০২-২০২০, ১৮:২৬
মহানগর সময় ডেস্ক
ঢাকা দক্ষিণে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ইভিএমে ভোট হওয়ায় দ্রুততম সময়েই মিলছে ভোটের ফলাফলও।
প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ঢাকা দক্ষিণে মেয়র পদে স্পষ্টভাবে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।
দক্ষিণ সিটি করপোরেশনে ১২৫টি কেন্দ্রের ফলাফল সময় সংবাদের হাতে এসেছে। এতে দেখা গেছে, নৌকা প্রতীকে ব্যারিস্টার ফজলে নূর তাপস পেয়েছেন ৩৬৭০৫ ভোট। ধানের শীষের ইশরাক হোসেন পেয়েছেন ২৩৭১৭ ভোট।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় একযোগে সব কেন্দ্রে ভোট শেষ হওয়ার পর ডিজিটাল পদ্ধতিতে চলছে ভোট গণনার প্রক্রিয়া। প্রত্যেক কেন্দ্রের ইভিএম-এর ফল সংগ্রহ করে এজেন্টদের সই নিয়ে ট্যাবের মাধ্যমে অনলাইনে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হচ্ছে। সবশেষে, ঘোষণা হবে ভোটের আনুষ্ঠানিক ফল।