সিটি নির্বাচন সিটি নির্বাচনে নুরের প্রতিক্রিয়া
০১-০২-২০২০, ১৮:০৩
সময় সংবাদ

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলতে গণনা। তবে এই নির্বাচনীয় ভোটর উপস্থিতি ছিল কম। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসু ভিপি নুর।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর দুই সিটি নির্বাচনের ভোট নিয়ে শনিবার নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, ‘৩০ ডিসেম্বরের মধ্যরাতের ভোট ডাকাতির সরকারের প্রতি জনগণের আস্থা কখনোই তৈরি হবে না। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সেটি আমাদের চোখে আঙুল দিয়ে আরেকবার দেখিয়ে দিয়েছে।’
‘শত চেষ্টা করেও সরকার, নির্বাচন কমিশন জনগণকে ভোটদানে কেন্দ্রে নিতে পারেনি। যা স্পষ্টতই নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি জনগণের অনাস্থা এবং অবিশ্বাসের বহিঃপ্রকাশ।’
উৎসবের ভোট এখন শঙ্কা ও প্রহসনে পরিণত হয়েছে মন্তব্য করে ভিপি নুর বলেন, ‘এভাবেই কি চলবে?’।