মহানগর সময় মোবাইল খুঁজতে গিয়ে পুকুরে ডুবে গেল রুয়েট ছাত্র
৩০-০১-২০২০, ২১:৫০
রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে পুকুরের পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মহিউদ্দিন তাজ নামের ওই শিক্ষার্থী রুয়েটের ট্রিপল-ই বিভাগের শেষবর্ষের ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মহিউদ্দিন ও জয় ক্যাম্পাসের ব্যাচেলর পুকুরের পাড়ে আড্ডা দিতে যায়। এ সময় পুকুর ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলার এক পর্যায়ে মহিউদ্দিনের ফোন পানিতে পড়ে যায়। এতে ফোনটি উদ্ধারে দুজনেই পানিতে নেমে পড়েন। এর এক পর্যায়ে মহিউদ্দিন পুকুরের গভীরের দিকে গিয়ে ডুবে যেতে থাকে।
এ সময় তাদের চিৎকারে স্থানীয় কিছু নির্মাণ শ্রমিক মহিউদ্দিনকে পুকুর থেকে প্রায় নিস্তেজ অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সামলা আক্তারসহ মতিহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে জানালেও এর পেছনে ভিন্ন কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মতিহার থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।
শিক্ষার্থীর মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।