বাংলার সময় অবৈধ জাল অপসারণে বিভিন্ন নদীতে অভিযান শুরু
২২-০১-২০২০, ০৯:১৮
বাংলার সময় ডেস্ক

পিরোজপুরে অবৈধ জাল অপসারণে বিভিন্ন নদীতে যৌথ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে কঁচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। এ সময় ৫৪ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়; যার মূল্য প্রায় তিন লাখ টাকা।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ভূঁইয়াসহ জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।