বাংলার সময় জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
২২-০১-২০২০, ০৯:১৩
বাংলার সময় ডেস্ক

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে আক্কেলপুরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলা ব্যবসায়ী অন্য ব্যবসায়ীদের সঙ্গে জামালগঞ্জ বাজার থেকে পিকআপভ্যানে করে বাজারে যাচ্ছিলেন।
দুর্ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি মাতাপুর রেল ক্রসিংয়ের উপর তাদের পিকআপভ্যানকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।