বাণিজ্য সময় ‘পর্যটন শিল্পের উন্নয়নের চেয়ে অর্থ ব্যয়েই মনোযোগী কর্মকর্তারা’
২০-০১-২০২০, ১৬:১৭
বাণিজ্য সময় ডেস্ক

পর্যটন শিল্পের উন্নয়নের চেয়ে বিভিন্ন খাতে অর্থ ব্যয়েই বেশি মনোযোগী অনেক সরকারি কর্মকর্তা, এমন দাবি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে পর্যটন খাতের উন্নয়নে করণীয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী জানান দায়িত্বভার গ্রহণের পর এমন বিরুপ পরিস্থিতিতেও পড়তে হয়েছে তাকে। অনুষ্ঠানে, দেশি বিদেশি পরিকল্পনাবিদদের নিয়ে পর্যটন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল চুড়ান্তে মাস্টারপ্লান তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়।
এসময়, আগামী তিন বছরে পর্যটন খাতে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।