বাণিজ্য সময় ‘মার্চেই ২ লাখ টন পেঁয়াজ আমদানি করবে সরকার’
০২-০১-২০২০, ১৯:৫৯
বাণিজ্য সময় ডেস্ক
মার্চ মাসের মধ্যে সরকার ২ লাখ টন পেঁয়াজ আমদানি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে রমজানে নিত্যপণ্যের দাম ও মজুদ বিষয়ক এক সভায় তিনি আরো বলেন, রমজান মাসে কোনো পণ্যের সংকট থাকবে না।
এসময় ব্যবসায়ীদের নৈতিকতার সাথে ব্যবসা করার আহ্বান জানান তিনি। ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ীরা।
রোজা শুরু হতে আরো চার মাস বাকি। তবে, এবার আগেভাগেই ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে সরকার। এখন থেকেই সরবরাহ স্বাভাবিক রাখতে সব রকম প্রস্তুতি নিতে চায় বাণিজ্যমন্ত্রণালয়। তাই ভোগ্যপণ্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনায় বসেছেন মন্ত্রী।
খেজুর, তেল, ছোলা, পেঁয়াজসহ যেসব পণ্যে রোজায় চাহিদা বেড়ে যায় এমন পণ্যের আমদানি, সরবরাহ, মজুদ ও দাম নিয়ে আলোচনা হয় সভায়।
ভোগ্যপ্যণের বাজারে তুলকালাম কাণ্ড ঘটানো পেঁয়াজের বিষয়ে বাড়তি সতর্ক সরকার। মার্চের মধ্যে যেকোনো মূল্যে ২ লাখ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এরমধ্যে সিটি, মেঘনা ও এস আলম গ্রুপ ৫০ হাজার টন করে আমদানি করবে দেড় লাখ টন। বাকি ৫০ হাজার টন আনবে সরকারি প্রতিষ্ঠান।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ব্যবসায়ী হিসেবে রমজান মাসটাকে স্পেশাল কনসিডারেশনে রাখতে হবে। পেঁয়াজ আমদানি করতে হবে, কারণ পেঁয়াজের রেগুলার প্রডাকশন দিয়ে রমজান মাস আমরা কাটাতে পারবো না।
ভোগ্যপণ্যের উৎপাদন ও আমদানির তথ্য বিভ্রাটের কারণে বড় রকম জটিলতা সৃষ্টি হয়। এমন জটিলতায় ক্ষোভ প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রণালয়লয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ।
তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত আমরা দু’লক্ষ টন পেঁয়াজ আমদানি করবো। টিসিবি অবশ্যই কাল থেকে প্রসেস শুরু করবে।
সরকারের সব রকম উদ্যোগে সহায়তা করার আশ্বাস দেন ব্যবসায়ীরা। তবে, ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবি তাদের।
সভায় বাণিজ্যমন্ত্রী জানান, রমজানের আগেই সব রকম প্রস্তুতি শেষ করতে মনিটরিং করবে মন্ত্রণালয়।