বাংলার সময় জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলন : নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি
১৮-১২-২০১৯, ২২:৫২
জাহাঙ্গীর আলম
জামালপুরের ঝিনাই নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে রয়েছে ব্রিজ ও রাস্তাঘাটসহ বসতবাড়ি। জরুরি ভিত্তিতে বালু উত্তোলন বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অবশ্য শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জামালপুরের মেলান্দহ উপজেলার দাতভাংগা এলাকায় ঝিনাই নদ থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে নদের পাড় ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি।
বালু উত্তোলন করায় নদীর তলদেশে গভীর গর্ত হয়ে বাইল্যাবাড়ি, পশ্চিম খাঁ পাড়া, আমেত্তি, বেলতৈল এবং গুদের বাজার এলাকার সড়ক, ফসলি জমি ও বসতভিটা ভাঙনের হুমকিতে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বালি উত্তোলন করায় নদীতে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে অনেক ফসলি জমি।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা তামিম আল ইয়ামীন। তিনি বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। তাদের নোটিশ করলে যদি না সরে তবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
ঝিনাই নদে ৩টি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঘোষেরপাড়া ইউনিয়নের বেশ কিছু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।