খেলার সময় সাকিবের আইপিএল খেলার সিদ্ধান্তে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া
০৩-০৪-২০১৫, ০০:২৮
ভ্রমণ সময় ডেস্ক

সাকিবের বিসিএল বাদ দিয়ে আইপিএল খেলতে যাওয়ার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঠেছে দু'দেশের ভক্তদের আলোচনা-সমালোচনার ঝড়।
দেশসেরা অলরাউন্ডার সাকিব আইপিএলে খেলতে যাওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশের ক্রিকেটভক্তরা।
কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাকিব, তার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেন। পরে ঐ ছবিতে বাংলাদেশ ও ভারত- দু'দেশের ক্রীড়া অনুরাগীদের কাছ থেকেই অসংখ্য মন্তব্য আসতে থাকে। যেখানে বাংলাদেশ ক্রিকেট লিগে না খেলে সাকিবের আইপিএলে খেলতে যাওয়ায় অসন্তোষ জানিয়েছে দেশের অনেক ক্রিকেট ভক্ত। তারা পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে টি টুয়েন্টি নয়,ওয়ানডে সিরিজ খেলে প্রস্তুতি নিলে ভালো হতো বলেও মন্তব্য করেন।
অন্যদিকে, সাকিবের আইপিএল খেলতে যাবার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ভারতীয় সমর্থকরা।