খেলার সময় কামালের পদত্যাগ নিশ্চিত করেছেন আইসিসি'র প্রধান নির্বাহী
০৩-০৪-২০১৫, ০০:৪৮
ভ্রমণ সময় ডেস্ক

আইসিসির সভাপতি পদ থেকে আহম মুস্তফা কামালের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।
পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করে মোস্তফা কামাল তার পদত্যাগপত্র আইসিসির কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন রিচার্ডসন।
বুধবার বিশ্বকাপ শেষে বাংলাদেশে ফিরে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন কামাল। আইসিসিকে জানানো পদত্যাগপত্রে কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই উল্লেখ করে, বিষয়টি ব্যক্তিগত বলে উল্লেখ করেন তিনি।
সেই সাথে ভদ্রলোকের খেলা ক্রিকেটকে দূর্নীতি ও একনায়কতন্ত্রের হাত থেকে রক্ষা করার কথা জানিয়ে ক্রিকেটকে পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান সাবেক এই সভাপতি। এমনটিও নিশ্চিত করেন রিচার্ডসন।
এদিকে, মুস্তফা কামালের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। জিও টিভিতে দেয়া এক স্বাক্ষাৎকারে এমনটি জানান ইউসুফ।
১৫ ও ১৬ এপ্রিল দুবাইয়ে আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।