খেলার সময় এএফসি ফুটবল: মঙ্গলবার মুখোমুখি উজবেকিস্তান-সিরিয়া
৩১-০৩-২০১৫, ০০:১৭
ভ্রমণ সময় ডেস্ক
অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে সিরিয়া। এই ম্যাচ থেকে জয়ী দল সরাসরি খেলার সুযোগ পাবে এএফসি কপের মূল পর্বে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু-দলের ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বেলা ৩ টায়।
বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বড় জয়ের পাশাপাশি, নিজেদের দ্বিতীয় ম্যাচেও ভারতের বিপক্ষে একই ব্যবধানের জয় তুলে নেয় আল ফাকিরের শিষ্যরা। পাশাপাশি গোল ব্যবধানে এগিয়ে থাকায় উজবেকিস্তানের বিপক্ষে এই ম্যাচ ড্র করলেই এএফসি কাপের মুল পর্বের টিকিট পাবে সিরিয়া।
অন্যদিকে, সিরিয়ার মত বাছাই পর্বের প্রথম দুই ম্যাচেও জয় পেয়েছে উজবেকিস্তান। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই অ্যালেক্সিসের শিষ্যদের।