খেলার সময় পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক আজহার আলী
৩১-০৩-২০১৫, ০০:১১
ভ্রমণ সময় ডেস্ক

গুঞ্জনটাই সত্য হলো। পাকিস্তান ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে আজহার আলীকে নির্বাচিত করেছে পিসিবি। সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান।
ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো মিসবাহ উল হকের স্থলাভিষিক্ত কাকে করা হবে। এ নিয়ে চলছিলো যতো জল্পনা। অবশেষে পাকিস্তানের নিয়মিত টেস্ট দলের প্রতিনিধি আজহারকেই পছন্দ করে পিসিবি। যদিও, ৩০ বছর বয়সী আজহার দুই বছর পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ওয়ানডে খেলেন নি। এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আজহারের নেতৃত্বে খেলবে পাকিস্তান দল। এছাড়াও, তার ডেপুটি করা হয়েছে সরফরাজ আহমেদকে।
এছাড়াও, টেস্ট দলের নেতৃত্বে মিসবাহ-উল-হক থাকলেও, বিতর্কিত মঈন খানকে সরিয়ে পাকিস্তান দলের প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে হারুন-উর-রশিদকে।