খেলার সময় এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল: সন্ধ্যায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ
২৭-০৩-২০১৫, ১৫:১৭
ভ্রমণ সময় ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাইপর্বে আজ সিরিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। শক্তির বিচারে সিরিয়ার চেয়ে পিছিয়ে থাকলেও ভালো ফুটবল খেলে বাছাইপর্ব জয় দিয়েই শুরু করতে চায় রায়হানরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা (শুক্রবার) ৬ টায়।
পরিসংখ্যানেও এগিয়ে আছে সিরিয়া। দু'দলের শেষ তিন দেখায় শেষ হাসি হেসেছে মধ্যপ্রাচ্যের এই দলটিই। এর সঙ্গে লাল কার্ডের খড়গে থাকায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না হেমন্ত ভিনসেন্টকে। ইনজুরির কারণে শঙ্কা আছে সোহেল রানা ও ইয়াসিনের খেলা নিয়েও। তারপরও ঘরের মাঠে সম্প্রতি ভাল খেলার অনুপ্রেরণা কাজে লাগাতে চায় বাংলাদেশের যুবারা। তাই স্বাগতিকদের চোখে সিরিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নেয়ার।
অন্যদিকে, জাতীয় দলের সাত ফুটবলার নিয়ে গড়া সিরিয়ার এই যুবদলটি আছে বেশ ছন্দে। কেননা বাছাইপর্বের লড়াই মাঠে নামবার আগে, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।