খেলার সময় ফ্রান্সের মাটিতে প্রতিশোধ নিলো দুঙ্গার ব্রাজিল
২৭-০৩-২০১৫, ১৫:১০
ভ্রমণ সময় ডেস্ক
শেষ পর্যন্ত ফ্রান্সের মাটিতে প্রতিশোধ নিলো দুঙ্গার ব্রাজিল। প্যারিসের স্তাদিও দি ফ্রান্সে শুরুতে পিছিয়ে পড়েও স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে সহজ জয় তুলে নেয় সেলেসাওরা।
এদিকে, আরেক ম্যাচে অস্ট্রিয়ার মাঠে চিলিকে ২-০ গোলে হারিয়েছে ইরান। অন্যদিকে, রাত পৌনে ২টায় সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ড মাঠে নামছে। স্পেনের প্রতিপক্ষ ইউক্রেন এবং ইংলিশদের প্রতিপক্ষ লিথুনিয়া।
যেনো ১৯৯৮ বিশ্বকাপের ফাইনাল। যে ফাইনালে দুই প্রতিপক্ষ ফ্রান্স এবং ব্রাজিলের অধিনায়ক ছিলেন এ ম্যাচেই কোচের দায়িত্ব পালন করা দিদিয়ের দেশাম ও দুঙ্গা। তবে, প্রতিদ্বন্দীতাপূর্ণ এ লড়াই শুরুর আগে দু'দলই এক মিনিট নীরবতা পালন করে ফ্রান্সের আল্পস পর্বতমালায় নিহত ১৫০ জন আরোহীর প্রতি শ্রদ্ধা জানিয়ে।
এরপর শুরু হয় দু'দলের লড়াই। দুঙ্গার অধীনে টানা ৬ ম্যাচে জয় পাওয়া ব্রাজিল এদিন যেমন আত্মবিশ্বাসী ছিলো তেমনি গত বিশ্বকাপের পর থেকে প্রতিটি ম্যাচে অপরাজিত থাকা ফ্রান্সও ছিলো দারুণ ফর্মে। তাই স্তাদিও দি ফ্রান্সে শুরু থেকেই সমান তালে খেলে দু'দল।
তবে, লিড প্রথম নেয় স্বাগতিকরাই। ম্যাচের ২১ মিনিটে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ভারানে গোল করলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর অবশ্য ম্যাচের ৪০ মিনিটে চেলসি মিডফিল্ডার অস্কার ব্রাজিলের হয়ে ম্যাচে সমতা ফেরান।
বিরতির পর আরো আক্রমণাত্মক খেলে ব্রাজিল। তাতে ৫৭ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন বার্সা তারকা নেইমার। এরপর ৬৯ মিনিটে লুইস গুস্তাভো ৩-১ গোলে এগিয়ে নেন অতিথিদের। এরপর আর গোল না হওয়ায় সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে দুঙ্গার ব্রাজিল।
আরেক প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার এনভি অ্যারেনায় ২১ মিনিটেই চিলির বিপক্ষে এগিয়ে যায় ইরান। অধিনায়ক নেকুনামের গোলে লিড নেয় কার্লোস কুইরোজের দল।
বিরতির পর ফিরে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোপা আমেরিকার আয়োজক দেশ চিলি। উল্টো ম্যাচের ৫০ মিনিটে আমিরির করা দুর্দান্ত গোলে লিড দ্বিগুণ করে ইরানিরা। শেষপর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লোস কুইরোজের শিষ্যরা।