খেলার সময় 'পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ঢেলে সাজানো উচিত'
২৫-০৩-২০১৫, ০০:৪৭
ভ্রমণ সময় ডেস্ক
নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে কোন বিদেশি দল খেলতে চায় না। ২০০৯ সালে পাকিস্তান সফররত অবস্থায় শ্রীলঙ্কা দলের ওপর সশস্ত্র হামলা হবার পর থেকে একের পর এক দ্বিপক্ষীয় সিরিজ সহ পাকিস্তানকে বিশ্বকাপের আয়োজক ভেন্যু থেকেও বাদ দেয়া হয়। আর এভাবে চলতে থাকলে পাকিস্তানের ক্রিকেটের মৃত্যু হবে বলে মনে করেন সাবেক পাকিস্তানী অধিনায়ক ওয়াকার ইউনুস।
শ্রীলঙ্কা দলের ওপর হামলার প্রায় ৬ বছর পেরিয়ে গেলেও অস্থিরতা কাটেনি পাকিস্তানের ক্রিকেটে। সেই হামলায় নিহত হয়েছিলেন ৮ জন। আর আহত হয়েছিলেন ৭ লঙ্কান ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে একঘরে হয়ে থাকা পাকিস্তানের ক্রিকেটকে বাঁচাতে হলে খুব দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি বলে মনে করেন ওয়াকার।
আর সেজন্য নিজেদের অগোছালো ঘরোয়া ক্রিকেটকেও ঢেলে সাজানোর পক্ষে মত দেন তিনি। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় পাকিস্তান।