বিশ্বকাপ গ্যালারি যারা গড়ে দিতে পারে নিউজিল্যান্ড-দ.আফ্রিকা ম্যাচের ভাগ্য
২৪-০৩-২০১৫, ০০:৪৩
ভ্রমণ সময় ডেস্ক
স্বপ্নের সেমিফাইনালের পথে মুখোমুখি স্বাগতিক নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ভারসাম্যপূর্ণ দু'দলই তারকা সমৃদ্ধ। তবে, সব তারকার মাঝে থাকে কিছু নক্ষত্র। যাদের পারফরমেন্সের আলোকছটায়, যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য। এবারের প্রতিবেদনে থাকছে দু'দলের এমন কিছু তারকার খবর।
ব্রান্ডান ম্যাককালাম, ড্যানিয়েল ভেট্টরি ও টেইলরকে ছাপিয়ে দখল করবেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের তাজ। সপ্তাহ খানেক আগে এমন ভাবনাটা নিজের একান্ত কল্পনা বিলাসেও হয়ত আনেননি মার্টিন গাপটিল। কিন্তু, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ উইনিং সেঞ্চুরি হাঁকানোর পর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের অপরাজিত অতিমানবীয় ইনিংস বদলে দিয়েছে অনেক কিছু।
৭ ম্যাচে ৪৯৮ রান করা ২৮ বছর বয়সী গাপটিল এখন ব্লাক ক্যাপসদের আস্থার প্রতীক। কিন্তু, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গাপটিলের অতীত ব্যাটিং পরিসংখ্যান খুবই হতাশা জনক। প্রোটিয়াদের বিপক্ষে ১১ দেখায় কখনই ফিফটি স্পর্শ করতে পারেননি তিনি। ১১ দশমিক ৫ শূন্য গড়ে, দু'টি শূন্য ও ৭টি এক অংকের ইনিংসের তিক্ত স্মৃতি রয়েছে ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের। তারপরেও স্পটলাইট থাকছে গাপটিলের দিকে।
অন্যদিকে, তারকা খঁচিত দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সেরা তারকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ৭ ম্যাচে ৪১৭ রান নিয়ে প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ভিলিয়ার্স রয়েছেন বিশ্বকাপের সেরা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে। ৮৩ দশমিক ৪ শূন্য গড়ে এবি হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি ও দু'টি ফিফটি। সেঞ্চুরি তুলে নিয়ে ভিলিয়ার্স গড়েন দ্রুততম দেড়শো রানের রেকর্ডও। তাই কিউই বোলাদের সাবধান থাকতে হবে।
তবে, বিশ্বকাপ শুরুর আগে প্রোটিয়া পেস আগ্রাসনের কথা আলোচনায় থাকলেও, সব ধারণা পাল্টে দিয়েছেন স্পিনার ইমরান তাহির। পেসারদের আধিপত্যের বিশ্বকাপে ৭ ম্যাচে তাহির তুলে নিয়েছেন ১৫টি উইকেট। বিশেষকরে গুরুত্বপূর্ণ ম্যাচে তার ব্যতিক্রমী দুর্দান্ত পারফরমেন্স কিউইদের ব্যাটসম্যানদের মাথা ব্যথার অন্যতম কারণ হতে পারে তিনি।
প্রোটিয়াদের বোলিং আক্রমণ তাহির নামক মারণাস্ত্র থাকলে, স্বাগতিকদের রয়েছে ট্রেন্ট বোল্ট নামে এক গতি মানব। ভয়ঙ্কর গতির সাথে বৈচিত্রময় ডেলিভারি এবং সুইং দিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত ১৯ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন বোল্ট।