খেলার সময় ইপিএলে রাতে মাঠে নামবে ম্যানসিটি-ওয়েস্ট ব্রুম
২১-০৩-২০১৫, ১৩:৪৮
ভ্রমণ সময় ডেস্ক

আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ দু'টি ম্যাচে রাত ৬টা ৪৫ মিনিটে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ওয়েস্ট ব্রুম, এবং রাত ৯টায় নিউ ক্যাসেলের মুখোমুখি হবে আরেক জায়ান্ট আর্সেনাল। অন্য দিকে লা লিগায় স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে রাত ৯টায় মাঠে নামবে গেতাফ।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে থাকা ওয়েস্ট ব্রুমের চেয়ে সম্পূর্ণ ভাবেই এগিয়ে টেবিলের ২ নম্বর অবস্থানে থাকা সিটিজেনরা।
তবে বার্সেলোনার কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ায়, বেশ কষ্টেই আছে পেলেগ্রিনির শীষ্যরা, কিন্তু সব ভুলে আবারো জয়ের ধারায় ফিরে আসতে ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না তারা।
এদিকে, লা লিগার ম্যাচে ঘরের মাঠ এস্তাদিও ভিসেন্তে কালদেরনে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা গেতাফের মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ। আর চ্যাম্পিয়নস লিগে লেভারকুসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় আত্মবিশ্বাসেরও তুঙ্গে আছে সিমিওনের শীষ্যরা। তাই, এই ম্যাচ জিতে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করতে চায় রোজিব্লাঙ্কোসরা।