খেলার সময় ইন্ডিয়ান ওয়েলস ওপেন: সেমিতে মিলোস রাওনিক
২১-০৩-২০১৫, ১৩:৫১
ভ্রমণ সময় ডেস্ক

তিনবারের ইন্ডিয়ান ওয়েলস চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কানাডিয়ান তারকা মিলোস রাওনিক। সেমিফাইনালের ম্যাচে রাওনিকের প্রতিপক্ষ হিসেবে থাকছেন সুইস তারকা রজার ফেদেরার।
কোয়ার্টার ফাইনালের এ ম্যাচে, প্রথম সেটে নাদালের কাছে ৪-৬ ব্যবধানে হেরে গেলেও, পরের সেটেই ঘুরে দাঁড়ান রাওনিক। ২য় সেটে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে হারিয়ে সমতায় ফেরেন এই কানাডিয়ান টেনিস তারকা।
শেষ সেটে অবশ্য নাদাল এবং রাওনিক দু'জনই দুর্দান্ত খেলতে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত স্প্যানিশ তারকা নাদালকে ৭-৫ সেটে পরাজিত করে, ২-১ গেমে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন মিলোস রাওনিক।