বাংলার সময় সেন্টমার্টিনে ৪দিন জাহাজ চলাচল বন্ধ
২২-১২-২০১৮, ২১:২৩
ভ্রমণ সময় ডেস্ক

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তার কথা মাথায় রেখে চারদিন বন্ধ থাকবে জাহাজ চলাচল। শনিবার (২২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান।
তিনি জানান, আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চার দিন এ নৌ-পথে সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। নির্বাচন ঘিরে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আবার আলোচনা হবে বলে জানান তিনি।
জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশি-বিদেশী পর্যটকরা ওই চারদিন প্রবাল দ্বীপে যেতে পারবেন না।
উল্লেখ্য যে, গত ২৬ অক্টোবর থেকে এই নৌপথে প্রথমে দুইটি পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করে। তবে বর্তমানে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে ছয়টি জাহাজ চলাচল করছে। সেগুলো হচ্ছে- কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, বে-ক্রুস, এলসিটি কাজল, এমভি ফারহান ও গ্রিন লাইন।