বাণিজ্য সময় শুরু হয়েছে একনেকের সাপ্তাহিক বৈঠক
০৭-০৮-২০১৮, ১২:১১
বাণিজ্য সময় ডেস্ক
রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সাপ্তাহিক বৈঠক।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলা এ বৈঠকে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামালসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।
সভায় প্রধানমন্ত্রীয়র কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ভূমি অধিগ্রহণ, সিলেটে হাইটেক পার্কের প্রাথমিক অবকাঠামো নির্মাণ, তাঁত বোর্ডের আওতায় ৫টি বেসিক সেন্টারে ৫ টি প্রশিক্ষাণ কেন্দ্র নির্মাণসহ মোট ১৩ টি প্রকল্প অনুমোদনের কথা রয়েছে।