বাণিজ্য সময় দেশের সাংবাদিকতার প্রশংসা করলেন অর্থমন্ত্রী
০২-০৮-২০১৮, ১১:৩৫
বাণিজ্য সময় ডেস্ক
দেশের অর্থনৈতিক সাংবাদিকতার প্রশংসা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ রিপোর্টিং পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রশংসাসূচক বক্তব্য দেন তিনি।
এসময় যে কোন অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সময় বস্তুনিষ্ঠতা এবং পক্ষ বিপক্ষ মতের প্রতি শ্রদ্ধাশীল হতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১২ জন সাংবাদিককে পুরস্কৃত করে ইআরএফ। একই সঙ্গে ৫ সাংবাদিককে অ্যাকশন এইড ও ইআরএফ এর যৌথ ফেলোশিপ প্রদান করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের দক্ষতা ও পেশাদারিত্বের উন্নয়নে ইআরএফ এর নানামুখী কর্মকাণ্ড তুলে ধরেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম দিলাল।