বাণিজ্য সময় 'ব্যবসা-বাণিজ্যে সব শিল্পকে শুল্ক সুবিধা দেয়া উচিত'
২৬-০৭-২০১৮, ১১:৪৭
বাণিজ্য সময় ডেস্ক

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সব শিল্পকে অভিন্ন শুল্ক সুবিধা দেয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।
বুধবার বিকেলে রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে 'বাংলাদেশের অগ্রগতির পথে সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি।
এসময় ঢাকায় বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়ার কথা বলা হচ্ছে।
কিন্তু উচ্চ করপোরেট ট্যাক্স, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতায় বিনিয়োগে গতি আসছে না। অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে নারীদের কর্মক্ষেত্রে আরো বেশি সম্পৃক্ত করার পরামর্শ দেন ড. জাহিদ হোসেন।