ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে উপার্জিত সমস্ত অর্থ দান করলেন এমবাপ্পে
১৮-০৭-২০১৮, ১৬:৩৮
খেলার সময় ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ১৯৫৮ সালে গড়া পেলের কীর্তি ছুঁয়েছেন। টিনেজার ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করেছেন।
চারদিক থেকে প্রশংসার জোয়ারের মধ্যে আরও একটি প্রশংসনীয় কাজ করলেন ১৯ বছর বয়সী এ তারকা। রাশিয়া বিশ্বকাপ থেকে উপার্জিত সমস্ত অর্থই দান করেছেন দাতব্য সংস্থায়।
‘প্রিমিয়ার ডি করডি’ নামের দাতব্য সংস্থাটি প্রতিবন্ধী শিশু ও অসুস্থ শিশুদের নিয়ে কাজ করে।
ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন ‘স্পোর্টস ইলাসট্রেটেড’-এ বলা হয়েছে, এমবাপ্পে রাশিয়া বিশ্বকাপে ম্যাচ প্রতি ১৭ হাজার পাউন্ড পেয়েছেন। বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য হিসেবে পেয়েছেন আরও ২ লাখ ৬৫ হাজার পাউন্ড। সেই হিসেবে বিশ্বকাপ থেকে এমবাপ্পের মোট প্রাপ্ত অর্থ দাঁড়ায় ৩ লাখ ৮৪ হাজার পাউন্ড (টাকার অংকে যা প্রায় ৪ কোটি ২৫ লাখ ২০ হাজার) যার পুরোটাই তিনি দান করেছেন।
প্রিমিয়ার ডি করডি সংস্থার মুখপাত্র সেবাস্তিয়ান রাফিন বলেছেন, 'এমবাপ্পে অসাধারণ একজন মানুষ। যখনই তিনি সুযোগ পান, উদার মনে আমাদের সাহায্য করেন। আমরা তার নিকট চিরকৃতজ্ঞ।'