বাণিজ্য সময় ‘উল্টো ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক’
১৭-০৭-২০১৮, ২০:০৮
বাণিজ্য সময় ডেস্ক
সব রকম নিয়ম মেনে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতেই শুল্ক গোয়েন্দা বিভাগ ব্যাংকের ভল্টের সোনা পরীক্ষা নিরীক্ষা করেছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনের পর টেলিফোনে সময় সংবাদকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ডিজি বলেন, ‘ওনারা বললেন যে, এই অভিযোগ সত্য নয়। তাদের দাবি স্বর্ণ যেমন ছিল, তেমনই আছে। আরেকটা তারতম্য হতে পারে যে, আপনারা আধুনিক পদ্ধতিতে পরীক্ষা-নিরীক্ষা করেছেন আর তারা যখন নিয়েছে তখন সনাতনী পদ্ধতিতে পরীক্ষা করেছে।’
তবে, দুইটি পরীক্ষার সময়ই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে সহিদুল ইসলাম আরো বলেন, ‘বিষয়টা কেমন হয়ে গেল না? ব্যাখ্যাটা উল্টো হয়ে গেল না?
তিনি বলেন, ‘আইনি-বেআইনি সবকিছুই ব্যাখ্যা করে সংবাদমাধ্যম বুঝিয়ে দিয়েছে। কিন্তু এর মধ্যে তারা একটা উল্টো ব্যাখ্যা দিল। তারা যে এটা বললো, কোন হিসেবে কীভাবে ব্যাখ্যা দিল, সেটা বুঝলাম না।’