ফুটবল বিশ্বকাপ রূপকথার গল্প লিখেছেন মদ্রিচ-র্যাকিটিচরা
১৭-০৭-২০১৮, ১৪:০৩
সময় সংবাদ

রাশিয়ায় রূপকথার গল্প লিখেছেন মদ্রিচ-র্যাকিটিচরা। যদিও খুব কাছে গিয়েও সোনালী ট্রফি ছুঁয়ে দেখা হয়নি সোনালী প্রজন্মের। তবে সবাইকে চমকে দিয়েই ফাইনালের মঞ্চে পা রাখে ক্রোয়েশিয়া। চ্যাম্পিয়ন হতে না পারলেও জ্লাতকো দালিচের দলের বীরত্বগাঁথা সবার মুখে মুখে। দেশে ফিরে রাজধানী জাগরেবের রাস্তায় জনসমুদ্রে সামিল হন ক্রোয়াট ফুটবলাররা। পেয়েছেন সমর্থকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। সমর্থকদের এমন ভালোবাসার বহিঃপ্রকাশে কোচ অধিনায়করাও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জ্লাতকো দালিচ বলেন, 'আপনাদের উষ্ণ অভ্যর্থনায় আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমরা আপনাদের জন্যই খেলেছি। আপনাদের সমর্থনেই আমাদের দল এতদূর পর্যন্ত খেলতে পেরেছে।'
লুকা মদ্রিচ বলেন, 'ক্রোয়াশিয়ার সব মানুষের প্রতি কৃতজ্ঞতা। স্বপ্ন সত্যি হবার মতো বিশ্বকাপ খেলেছি। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।'
ইভান রকিটিচ বলেন, 'ভাষা হারিয়ে ফেলার মতো অবস্থা। আপনাদের এমন সমর্থন পেয়েই লড়েছি আমরা।'