ফুটবল বিশ্বকাপ 'এবারের বিশ্বকাপ সবচেয়ে জমজমাট'
১৭-০৭-২০১৮, ০০:৫৪
সময় সংবাদ

এবারের বিশ্বকাপকে ইতিহাসের সবচাইতে জমজমাট আর প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ বিশ্বকাপ বলছেন দেশের ফুটবল বিশ্লেষকরা। তাদের মতো লাতিন দলগুলোর ভরাডুবি আর ক্রোয়েশিয়া, বেলজিয়ামের দৃষ্টিনন্দন ফুটবল আলো কেড়েছে পুরো আসরের। তবে, কিছু তারকা ফুটবলারদের হতশ্রী পারফর্মেন্স, কিছুটা হলে রং হারিয়েছে আসরের।
ফুটবল বিশ্বকাপ মানেই যেন রোমাঞ্চ, উন্মাদনা, শৈল্পিকতা আর প্রাণের উচ্ছ্বাস। বিশ্বকাপ মানেই যেন হৃদয় ভাঙ্গার গল্প, তীরে এসে তরী ডোবানোর আক্ষেপ। কিংবা কারও স্বপ্নের বাস্তবায়ন।
সারা বিশ্বের মতো গেল একটা মাস এই মহাযজ্ঞে বুদ হয়ে ছিলো হাজার মাইল দূরের বাংলাদেশও। নিজের দলের জয়ে যেমন গলা ফাটিয়েছেন তারা। আক্ষেপে পুড়েছেন প্রিয় দলের হারে। 'গ্রেটেস্ট শো অন দ্যা আর্থে'র পর্দা নামার মধ্য দিয়ে তাইতো, এ যেন আবারো ৪ বছরের প্রতীক্ষা।
ম্যাচ টেম্পারমেন্ট আর প্রতিন্দন্দ্বিতার বিচারে এবারের আসর' ছাড়িয়ে গেছে সব আসরকে। রাশিয়ার আতিথেয়তা আর আয়োজন মুগ্ধ সারাটা বিশ্ব। দেশের ফুটবল বিশ্লেষকদের কাছ থেকেও মিললো লেটার মার্কস।
ডেইলি স্টারের ক্রীড়া সাংবাদিক আনিসুর রহমান বলেন, 'সাবেক সোভিয়েত ইউনিয়নের কারণে রাশিয়া অনেকটা নিষিদ্ধের মতো ছিলো। একধরণের শঙ্কা ছিলো যে, এখানে কী হবে না হবে বা আদৌ ভালো খেলা হবে কিনা তা নিয়ে। কিন্তু দেখা গেছে, রাশিয়া তাদের প্রত্যেকটা ভেন্যুতে সুন্দরভাবে খেলাগুলোর আয়োজন করেছে।'
ফুটবল বিশেষজ্ঞ ও কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, 'ফুটবলাররা অসাধারণ একটি সময় পেয়েছে। শঙ্কা ছিলো, বৃষ্টি আর ঠান্ডা নিয়ে। কিন্তু তেমন কিছুই হয়নি। আসলে সুন্দর একটি বিশ্বকাপ হয়েছে বলে আমার মনে হয়।'
তবে এবারের আসরে লাতিন দলগুলির পারফর্মেন্স হতাশ করেছে বিশ্লেষকদের। বিপরীতে ছোটো দলগুলোর বড় হওয়ার গল্প, প্রাণ ভরে উপভোগ করেছেন তারা।
আনিসুর রহমান বলেন, 'ফুটবল একটা দলগত খেলা। একটা ফুটবলারকে কেন্দ্র করে কখনও বিশ্বজয় করা যায় না।'
শফিকুল ইসলাম মানিক বলেন, 'ইউরোপ এগিয়ে গেছে আর ল্যাটিনরা পাওয়ারের চেয়ে স্কিলের দিকে বেশি নজর দিচ্ছে। যার কারণে একটু পিছিয়ে আছে।'
সঙ্গে দেশের ফুটবল উন্নয়নে বিশ্বকাপের এ উন্মাদনাকে কাজে লাগানোর আকুতি তাদের কন্ঠে।