ফুটবল বিশ্বকাপ খেলা থামানো পুশি রায়টের সদস্যদের ১৫ দিন কারাদণ্ড
১৬-০৭-২০১৮, ২১:১০
সময় সংবাদ

গ্রিজম্যান, মদরিচরা খেলা থামিয়ে বিক্ষোভকারীদের দেখে চমকে গেলেন। খেলা থামাতে বাধ্য হলেন রেফারি।
পুলিশ এসে প্রতিবাদীদের সরানোর আগেই তাদের একজনের সঙ্গে বিতন্ডতায় জড়িয়ে তাকে মাটিতে ফেলে দিলেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ডেজার্ন লভরেন। যদিও ওই বিক্ষোভকারী চাইছিলেন লভরেনের সঙ্গে হাই ফাইভ দিতে।
অপর নারীকে দেখা যায় ফ্রেঞ্চ ফরোয়ার্ড এমবাপের কাছে দৌড়ে গিয়ে হাত মেলাচ্ছেন। মাঠ থেকে সরিয়ে নেয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ৪ জনকেই ১৫ দিনের কারাদ- দেয়া হয়েছে।
ওই চার ব্যক্তি ‘পুশি রায়ট’ নামে একটি গানের ব্যান্ডের সদস্য। এটি পাঙ্ক ব্যান্ড। এরা দ্রুত-লয়ে প্রতিষ্ঠান-বিরোধী রক মিউজিক করে থাকেন। প্রতিবাদের পরেই পুসি রায়টের টুইটারে তুলে ধরা হয়েছে তিনটি দাবি। এক, রাজনৈতিক বন্দিদের মুক্তি। দুই, প্রতিবাদ করলেই বেআইনি গ্রেফতারের বিরোধিতা। তিন, দেশে রাজনৈতিক প্রতিযোগিতার অনুমতি প্রদান।
২০১১ থেকেই ধারাবাহিকভাবে পুতিনের সমালোচনা করে এসেছে এই পুসি রায়ট। পুতিনকে স্বৈরাচারী আখ্যাও দিয়েছে নারীবাদী ও এলজিবিটি সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটি। ডেইলি মেইল, এএফপি।