ফুটবল বিশ্বকাপ দেশে ফিরেছে বেলজিয়াম ফুটবল দল
১৬-০৭-২০১৮, ১৩:১৮
সময় সংবাদ

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বেলজিয়াম ফুটবল টিম। বিশ্বকাপ না জিততে পারলেও তৃতীয় স্থান দখল করেছে বেলিজরা। তাই তো বীরোচিত শুভেচ্ছা জানানো হয়েছে দলকে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফুটবলারদের শুভেচ্ছা জানাতে জড়ো হয় হাজার হাজার সমর্থক।
এর আগে ফুটবল দল যায় বেলজিয়ামের রয়্যাল পরিবারের সাথে দেখা করতে। এ সময় রাজা ফিলিপ ফুটবলারদের শুভেচ্ছা জানান। পরে ব্রাসেলসে আসে সব ফুটবলাররা। এ সময় দর্শকদের সাথে ফুটবলাররা নেচে গেয়ে উদযাপন করেন বিশ্বকাপের স্বপ্ন যাত্রা। সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় বেলজিয়ামের। অন্যদিকে ইংল্যান্ডতে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বেলজিয়াম। যা বিশ্বকাপ ইতিহাসে তাদের সবচেয়ে বড় অর্জন। ট্রফি জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে মুগ্ধ করেছেন মার্টিনেজ শিষ্যরা। দারুণ গোল কিপিং করায় গোল্ডেন গ্লাভস পেয়েছেন কোর্তুয়া। তাছাড়া মুগ্ধ করেছেন হ্যাজার্ড, লুকাকু, ফেল্লাইনি, ব্রুইনেরা।