ফুটবল বিশ্বকাপ দুই বছর পর গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন জোকোভিচ
১৬-০৭-২০১৮, ০১:৫২
সময় সংবাদ

প্রায় দুই বছর পর গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন নোভাক জোকোভিচ। উইম্বলডনের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে ৪র্থ বারের মত এই শিরোপার স্বাদ নিলেন জোকো।
২০১৬ ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের পর থেকে কোন গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পাওয়া হয়নি জোকোভিচের। উইম্বলডনের এবারের আসরে ১২তম বাছাই হিসেবে অংশ নিয়ে ফাইনালে ওঠেন এই সার্বিয়ান। ফেবারিট হয়েই দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের বিপক্ষে কোর্টে নামেন জোকো। প্রথম সেট ২৯ মিনিটে ৬-২ গেমে জিতে নেন সাবেক এই বিশ্বসেরা।
দ্বিতীয় সেট জিততেও খুব একটা কাঠখড় পোড়াতে হয়নি জোকোভিচের। ৬-২ গেমে জিতে শিরোপার পথে এগিয়ে যান সার্বিয়ান এই তারকা। তৃতীয় সেটে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন অ্যান্ডারসন। ফলে সেট গড়ায় টাইব্রেকে। কিন্তু শেষপর্যন্ত তৃতীয় সেট ৭-৬ গেমে জিতে আসরের শিরোপা জেতেন জোকোভিচ। সেই সাথে নিজের ১৩তম গ্র্যান্ড স্ল্যাম নিশ্চিত করেন নোভাক।