ফুটবল বিশ্বকাপ 'আত্মঘাতীদের' বিশ্বকাপ
১৬-০৭-২০১৮, ০০:২৮
সময় সংবাদ

ইংল্যান্ডের বিপক্ষে ১০৯ মিনিটে গোল করে দলকে ফাইনালে তুলেছিলেন মারিও মানজুকিচ। ক্রোয়েশিয়াকে দেখাচ্ছিলেন প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন। অথচ এই মানজুকিচই কিনা খলনায়ক হয়ে গেছেন ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে। আত্মঘাতী গোল করে দলের স্বপ্ন ভঙ্গের অন্যতম কারিগর তিনিই।
বিশ্বকাপে একটি লজ্জার রেকর্ডেও কেবল তারই নাম। এখন পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে আত্মঘাতী গোল করা একমাত্র ফুটবলার তিনিই। ১৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া অ্যান্টনিও গ্রিজম্যানের ফ্রিকিক তার মাথা ছুঁইয়ে ঢুকে পড়ে গোলে।
আত্মঘাতী গোলের রেকর্ড অনেক আগেই গড়েছিলো রাশিয়া বিশ্বকাপ। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল হয়েছিল। রাশিয়া বিশ্বকাপে হয়েছে তার দ্বিগুণ-১২টি।
এক নজরে রাশিয়া বিশ্বকাপের আত্মঘাতী গোল:
ইয়ান সোমার – সুইজারল্যান্ড (কোস্টারিকার বিপক্ষে)
আজিজ বেহিচ – অস্ট্রেলিয়া (ফ্রান্সের বিপক্ষে)
আহমেদ ফাথি – মিশর (রাশিয়ার বিপক্ষে)
এডসন আলভারেজ – মেক্সিকো (সুইডেনের বিপক্ষে)
আজিজ বুহাদ্দুজ – মরক্কো (ইরানের বিপক্ষে)
ওঘেনেকারো ইতেবো – নাইজেরিয়া (ক্রোয়েশিয়ার বিপক্ষে)
থিয়াগো সিয়োনেক – পোল্যান্ড (সেনেগালের বিপক্ষে)
ডেনিশ চেরিশেভ – রাশিয়া (উরুগুয়ের বিপক্ষে)
সার্জেই ইগ্নাশেভিচ – রাশিয়া (স্পেনের বিপক্ষে)
ইয়াসিন মেরিয়াহ – তিউনিশিয়া (পানামার বিপক্ষে)
ফার্নান্দিনহো – ব্রাজিল (বেলজিয়ামের বিপক্ষে)
মারিও মানজুকিচ - ক্রোয়েশিয়া (ফ্রান্সের বিপক্ষে, ফাইনালে)
আজিজ বেহিচ – অস্ট্রেলিয়া (ফ্রান্সের বিপক্ষে)
আহমেদ ফাথি – মিশর (রাশিয়ার বিপক্ষে)
এডসন আলভারেজ – মেক্সিকো (সুইডেনের বিপক্ষে)
আজিজ বুহাদ্দুজ – মরক্কো (ইরানের বিপক্ষে)
ওঘেনেকারো ইতেবো – নাইজেরিয়া (ক্রোয়েশিয়ার বিপক্ষে)
থিয়াগো সিয়োনেক – পোল্যান্ড (সেনেগালের বিপক্ষে)
ডেনিশ চেরিশেভ – রাশিয়া (উরুগুয়ের বিপক্ষে)
সার্জেই ইগ্নাশেভিচ – রাশিয়া (স্পেনের বিপক্ষে)
ইয়াসিন মেরিয়াহ – তিউনিশিয়া (পানামার বিপক্ষে)
ফার্নান্দিনহো – ব্রাজিল (বেলজিয়ামের বিপক্ষে)
মারিও মানজুকিচ - ক্রোয়েশিয়া (ফ্রান্সের বিপক্ষে, ফাইনালে)