বাংলার সময় পদ্মার ভাঙনে দিশেহারা শরীয়তপুরবাসী
০৯-০৭-২০১৮, ১৪:৫১
মফিজুর রহমান রিপন
পদ্মা নদীর পানি বাড়া অব্যাহত থাকায় শরীয়তপুরে নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ঘরবাড়ি হারানোর ভয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন এসব এলাকার মানুষ। আজও নদীগর্ভে বিলীন হয়ে গেছে বেশকিছু বাড়ি। এদিকে, বাঁধ নির্মাণে কাজ চলছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।
পানি বাড়ার সঙ্গে সঙ্গে স্রোতের তীব্র স্রোতে আগ্রাসী হয়ে উঠছে শরীয়তপুরের পদ্মা নদী। রোববার(৮ জুলাই) সকাল থেকে সোমবার( ৯ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ভাঙনের কারণে, বিলীন হয়ে গেছে নড়িয়া উপজেলার চরজুজিরা, শেখ কান্দি ও ওয়াবদা বাজার এলাকার ৩০টি বসতভিটা।
জাজিরা উপজেলার ৫ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন থেকে বাঁচতে ঘরবাড়ি ভেঙ্গে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন ক্ষতিগ্রস্তরা। সড়ক ভেঙ্গে হওয়ায় ব্যাহত হচ্ছে যানচলাচল। দ্রুত ভাঙন ঠেকাতে জরুরি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা বলেন, 'কোথাও জায়গা নাই। ছেলে পেলে নিয়ে কি করবো আমরা কিছু বুঝতে পারছি না। বাজেট বাস্তবায়ন হলে আমাদের এই ভাঙনের মুখে পরতে হতো না।'
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জানান, বাঁধ নির্মাণে প্রকল্প থাকলেও তা বাস্তবায়নে কিছুটা সময়ের প্রয়োজন। দুই উপজেলার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪০০ পরিবার।