বাণিজ্য সময় যুক্তরাষ্ট্রের রফতানি পণ্যে শুল্ক আরোপ করেছে ইইউ
২২-০৬-২০১৮, ১১:৫৫
বাণিজ্য সময় ডেস্ক

যুক্তরাষ্ট্রের ২৮০ কোটি ইউরোর রফতানি পণ্যে শুল্ক আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার থেকে কার্যকর হচ্ছে এ শুল্ক। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন ইইউ'র বাণিজ্য বিষয়ক কমিশনার সিসিলিয়া ম্যালমস্ট্রম।
হুইস্কি, মোটরসাইকেল, জুসসহ বেশকিছু পণ্যে আরোপ করা হয়েছে এ শুল্ক। ইউরোপীয়ন কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কার বলেন, যুক্তরাষ্ট্রের অবৈধ শুল্কারোপের পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, কৃষিপণ্য, ইস্পাত ও লোহাসহ মার্কিন ২৯ টি রফতানি পণ্য শুল্ক আরোপ করেছে ভারতও। যা কার্যকর হবে ৪ আগস্ট থেকে।
ওয়াশিংটনের একচেটিয়া বাণিজ্যিক সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের শ্রমিক ও কৃষকদের জন্য ক্ষতির কারণ হবে বলে আশঙ্কা বাজার বিশ্লেষকদের।