বাণিজ্য সময় ঈদ শপিংয়ে দাম নয়, কাপড়ের মানই সবার আগে
১০-০৬-২০১৮, ০৮:১৬
বাণিজ্য সময় ডেস্ক
অভিজাতের ঈদ শপিং-এ দাম নয়, কাপড়ের মানই সবার আগে। প্রাধান্য এক ছাদের নিচে পরিবারের সবার কেনাকাটা শেষ হয় এমন শপিংমল। এবারের ঈদে গরম আর বর্ষার সম্মিলন থাকায় সুতি কাপড়ের সাথে ক্রেতাদের পছন্দ হালকা রং। ক্রেতার রুচি আর চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ডিজাইনে বৈচিত্র্য এনেছে ফ্যাশন হাউজগুলো।
আলো ঝলমলে শপিং মল। ক্রেতা আকর্ষণে কায়দা করে সাজানো পোশাক। নানা ডিজাইন আর রঙ এর বৈচিত্র্যে ক্রেতা সমাগমে মুখর কেনা-কাটা।
এমন চিত্র গুলশান-বারিধারা-বনানী বা ধানমন্ডির মতো অভিজাত এলাকায়। ক্রেতারা বলছেন, রোজার ক্লান্তি আর যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে পরিবারের সবার জন্য এক ছাদের নিচেই কেনাকাটা শেষ করা যায়, এমন জায়গা বেছে নিচ্ছেন তারা।
একজন ক্রেতা বলেন, 'সব এখান থেকেই কেনা যায়, বাইরে বানানোর ঝামেলা নেই। তাই এখান থেকেই কেনাকাটা।'
এবারের ঈদে থাকছে গরম আর বৃষ্টি বাদলের ঘনঘটা। পোশাক পছন্দ করার ক্ষেত্রেও থাকছে সেই ভাবনা। তবে অন্য বারের তুলনায় এবার পোশাকের দাম নিয়ে আছে মিশ্র অভিমত। বিক্রয় কর্মীরা বলছেন অভিজাত এলাকায় দামের চেয়েও গুরুত্ব পায় পোশাকের মান ও পছন্দ।
ঈদ যত ঘনিয়ে আসবে, ক্রেতা-সমাগমে কেনাকাটা ততই জমে উঠবে বলেও অভিমত তাদের।