বাণিজ্য সময় তামাকজনিত রোগে ৬৫ শতাংশ মানুষ আক্রান্ত
২৫-০৫-২০১৮, ১১:৩৪
বাণিজ্য সময় ডেস্ক
দেশের প্রায় সাড়ে ৭ কোটি মানুষ প্রত্যক্ষ-পরোক্ষভাবে তামাকের সঙ্গে জড়িত। এর ফলে প্রতিবছর নতুন করে ৬৫ শতাংশ মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে।
বৃহস্পতিবার পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ ভবনে 'তামাক নিয়ন্ত্রণ পদক ২০১৮' শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, পিকেএসএফ চেয়ারম্যানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত দশ বছরে তামাক ব্যবহারকারীর সংখ্যা ৪৩ শতাংশ থেকে ৩৬ শতাংশে নেমে এসেছে, যা এখনো শঙ্কার বিষয়।
এজন্য উৎপাদন ও বিপণন সব ধরনের ব্যবস্থাই বন্ধ করতে হবে বলে দাবি বক্তাদের। অনুষ্ঠানে প্রতিষ্ঠান, ব্যাক্তি ও গবেষণায় তিন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। পিকেএসএফ-এর সহায়তায় অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় তামাক বিরোধী প্ল্যাটফর্ম।