বাণিজ্য সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে পোশাক শিল্পের রপ্তানি ক্ষতিগ্রস্ত
১৪-০৫-২০১৮, ১১:৪১
বাণিজ্য সময় ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের কারণে পোশাক শিল্পের রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে বিজিএমইএ। পোশাক শিল্প মালিকদের এ সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান
রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, মহাসড়কের খানা-খন্দের পাশাপাশি নির্মাণাধীন ওভারপাসের কারণে যানজট তৈরি হয়েছে। তিনি ঢাকা বিমানবন্দর ও রেলপথে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান।
সিদ্দিকুর রহমান বলেন, 'ওভারপাসের জন্য একটা জায়গায় সিঙ্গেল লেন করে দেয়া হয়েছে। কিছুক্ষণ ঢাকা থেকে চিটাগাং যায়, কিছুক্ষণ চিটাগাং থেকে ঢাকা যায়। তাহলে দু ঘন্টার ট্রাফিকে আটকে যায়। আগামী এক সপ্তাহ ধরে এখানকার বেহাল অবস্থা। আমাদের দাবি হল, দ্রুততার সঙ্গে কাজ করে নিচের অংশে ভাঙা থাকলে তা তাড়াতাড়ি যেন ঠিক করে দেয়।'