বাণিজ্য সময় 'টেকসই ভবিষ্যতের জন্য বেসরকারি খাতের ভূমিকা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
০১-০৫-২০১৮, ১১:১৯
বাণিজ্য সময় ডেস্ক
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন তরান্বিত করতে সাধারণ মানুষের স্বার্থ প্রাধান্য দিয়ে সরকারকে নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। গতকাল রাজধানীর একটি হোটেলে 'টেকসই ভবিষ্যতের জন্য বেসরকারি খাতের ভূমিকা' শীর্ষক সেমিনারে এ আহ্বান জানানো হয়।
দেশের ৭৮ ভাগ উন্নয়ন কাজ বেসরকারি খাতের কল্যাণে সম্ভব হয়েছে দাবি করে সেমিনারে বলা হয়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি জোরদার করলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দ্রুত অর্জন সম্ভব হবে। উৎপাদন খাতে মানুষের মৌলিক চাহিদাকে প্রাধান্য দেয়া এবং বিপদজ্জনক রাসায়নিক ও বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নীতিমালা মেনে চলার ওপর জোর দেন বক্তারা।
বেসরকারি খাতের উদ্যোক্তাদের পরিবেশবান্ধব শিল্পস্থাপনে উৎসাহিত করতে শুল্কছাড়সহ বিভিন্ন প্রণোদনামূলক কর্মসূচি ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ভোক্তা পর্যায়ে ব্যবহৃত পণ্যের পুনঃব্যবহার বা রিসাইক্লিং তরান্বিত করতে উদ্যোগ নেয়ারও সুপারিশ করেন তারা।