বাণিজ্য সময় লৌহ ও ইস্পাত খাতে আমদানি পর্যায়ে ভ্যাট সবার জন্য সমান করার দাবি
০১-০৫-২০১৮, ০০:৪৫
বাণিজ্য সময় ডেস্ক

লৌহ ও ইস্পাত খাতে খুচরা পর্যায়ে বিক্রির ওপর ভ্যাটের হার কমানো এবং আমদানি পর্যায়ে সবার জন্য ভ্যাট সমান করার দাবি জানিয়েছে বাংলাদেশ আয়রন স্টিল এন্ড ইমপোটার্স অ্যাসোসিয়েশন।
রাজধানীর ওয়ারিতে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানায় সংগঠনটি।
সভায় বক্তারা বলেন, বর্তমানে বন্ড সুবিধা পাওয়া অনেক প্রতিষ্ঠান শুল্কমুক্ত সুবিধায় স্টিল আনলেও পণ্য উৎপাদন না করে কেউ কেউ তা খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে। এ অবস্থায় শুল্ক বৈষম্যের কারণে বাণিজ্যিক আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে ভ্যাটের একাধিক স্তর করা ও মূসক দেয়ার প্রক্রিয়া আরো সহজ করার দাবি জানান আমদানিকারকরা।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণের ভ্যাট কমিশনার সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে রেয়াত পেতে বিক্রেতা বা শিল্প প্রতিষ্ঠানকে ভ্যাটের চালান দেয়ার আহবান জানান। সভায় ভ্যাট কমিশনার কাজী মোস্তাফিজুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।