বাণিজ্য সময় সোনারগাঁয়ে শুরু হচ্ছে থাইল্যান্ড উইক
১৯-০৪-২০১৮, ১৫:৫১
বাণিজ্য সময় ডেস্ক

থাই পণ্যের সমাহার নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে থাইল্যান্ড উইক -২০১৮।
এ উপলক্ষে সংবাদ সম্মেলনে থাইল্যান্ড দূতাবাসের বাণিজ্য বিষয়ক কাউন্সিলর সুয়েবসাক ডাংবুঙরুয়েং জানান, গত ৩ বছরে দু দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমেছে। গত বছর সবোর্চ্চ ৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।
এবারের মেলায় থাইল্যান্ডের ৪৫টি এবং থাই পণ্য আমদানিকারী বাংলাদেশের ৩৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। থাই পণ্য সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে ১৭তম এ প্রদশর্নীর আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও থাই দূতাবাস।