বাণিজ্য সময় 'বেতন-ভাতা নিশ্চিত করা গেলে শ্রমিকরা অসন্তোষ থাকবে না'
১০-০৪-২০১৮, ১২:২১
বাণিজ্য সময় ডেস্ক
বেতন-ভাতার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা গেলে তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ থাকবে না বলে মন্তব্য করেছেন, সিপিডি'র গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত সংলাপে একথা বলেন তিনি। এসময় গোলাম মোয়াজ্জেম আরো বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিনদিন বাড়ছে।
উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে শিক্ষিত তরুণদের অর্থনৈতিক কর্মকান্ডে আরো বেশি সম্পৃক্ত করতে হবে। তার মতে, সরকারি-বেসরকারি পর্যায়ে বেড়েছে বেতন বৈষম্য।
এ অবস্থায় সর্বনিম্ন মজুরি নির্ধারণে 'জাতীয় মজুরী বোর্ড' গঠনের সুপারিশ করেন সংলাপে অংশ নেয়া বক্তারা।