ভ্রমণ পর্যটকদের পদচারণায় মুখর সুন্দরবনের ইকো টুরিস্ট করমজল
০৪-০৩-২০১৮, ১০:১১
ভ্রমণ সময় ডেস্ক
দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সুন্দরবনের বন্যপ্রাণী ইকো টুরিস্ট করমজল।
প্রতিদিনই আত্মীয় স্বজনদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তারা। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বন্যপ্রাণী দেখেও মুগ্ধ পর্যটকরা।
এছাড়া এখানে ওয়াচ টাওয়ারে উঠে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের ব্যবস্থাও রয়েছে। পর্যটকরা বলছেন দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ালে দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে।
বন বিভাগ বলছে, পর্যটকদের বিনোদনের চাহিদা মেটাতে নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।
একজন পর্যটক বলেন, 'সুন্দরবন সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি, আজ সামনাসামনি দেখলাম।'
আরেকজন পর্যটক বলেন, 'ভাল উদ্যোগ এটা, তবে অনেক সমস্যা আছে সেগুলো সমাধান করলে আরো ভালবাসবে ঘোরা যাবে।'
করমজল বন্যপ্রাণী ইকো টুরিজম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, 'আমাদের এখানে বাঘ বা তিমির কঙ্কাল বা ফসিল রাখতে পারলে আরো ভালো হত। আশা করছি পরে আবার এগুলো করব।'