বাণিজ্য সময় নতুন মুদ্রানীতি পুঁজিবাজারে প্রভাব ফেলবে না : বিএমবিএ সহসভাপতি
০১-০২-২০১৮, ১১:৩৯
বাণিজ্য সময় ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত মুদ্রানীতি দেশের পুঁজিবাজারের ওপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এবারের মুদ্রানীতিতে পুঁজিবাজারে প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগ আকর্ষণের দিক নির্দেশনা রয়েছে।
বিএমবিএর প্রথম সহসভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘ এডিআর র্যাশিও রাড়ানোর সঙ্গে ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের কোনো সম্পর্ক নাই। সেহেতু পুঁজিবাজারে মুদ্রানীতির কোনো প্রভাব পড়বে না।’