বাণিজ্য সময় পরের বাজেট হতে পারে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার : অর্থমন্ত্রী
৩০-০১-২০১৮, ১১:৩২
বাণিজ্য সময় ডেস্ক
আসছে ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেটে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সর্বদলীয় সংসদীয় গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এসময়, আগামী বাজেটের আকার ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা হতে পারে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের প্রজেকশন অনুযায়ী নেক্সট ইয়ারে ইট শুড বি সেভেন পয়েন্ট ফাইভ, অর সামথিং লাইক দ্যাট। প্রবাবলি অদূর যেতে পারবো না। একটা এস্টিমেট হতে পারে ফোর হান্ড্রেড সিক্সটি এইট থাউজেন্ড। অল দ্যাট আই ক্যান অ্যাশিউর ইউ, ইট উইল বি লোয়ার দ্যান দ্যাট, নট হায়ার দ্যান দ্যাট।’